মসজিদের টাকার হিসাব নিয়ে যুবককে কুপিয়ে জখম
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় এক যুবককে কুপিয়ে জখম ও আরেক যুবককে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে।
আহত যুবকের নাম মো. ফয়সাল (২৩)। সে উপজেলার বালুয়াকান্দী (শান্তিনগর) গ্রামের শাহজাহানের ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আহত অপর যুবকের নাম মো. শাকিল। সে একই এলাকার মো. তাজুল ইসলামের ছেলে।
শুক্রবার জুমার নামাজ পর বেলা ২টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের শান্তিনগর জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, জুমার নামাজের পূর্বে মসজিদে বাৎসরিক হিসাব দেওয়াকে কেন্দ্র করে মসজিদে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে নামাজ শেষে মসজিদের সামনে স্থানীয় দুই দল যুবকদের হাতাহাতি হয়। যার ফলে পার্শ্ববর্তী মহল্লার নজরুল ইসলামের ছেলে সজলের নেতৃত্বে ৫/৬ জন যুবক ফয়সালকে কুপিয়ে যখম করে। বাঁচার জন্য মসজিদে প্রবেশ করতে চাইলেও তারা তাকে মসজিদের অজুখানায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
প্রত্যক্ষদর্শী ও মসজিদ কমিটির সাবেক সভাপতি মো. হালিম মোল্লা বলেন, কমিটির সাধারণ সম্পাদক হিসাব দিতে রাজি ছিল; কিন্তু সজলের চাচাতো ভায়রা এটা নিয়ে বাড়াবাড়ি করে পরিস্থিতি উত্তপ্ত করে, যে কারণে পার্শ্ববর্তী মহল্লার লোকজন এনে আমাদের ওপর হামলা চালায়।
মসজিদ কমিটির সেক্রেটারি মো. মানিক মিয়া বলেন, হিসাব দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু বাহিরে যারা মারামারি করেছে তাদের সাথে আমাদের কমিটির কোনো সম্পর্ক নেই।
অভিযুক্ত সজল বলেন, এ ঘটনা সত্য নয়, আমার চাচাতো ভাই শাকিলকে মেরেছে এ কথা শুনে আমি ঘটনাস্থলে যাই, যাওয়ার পরে তারা আমাকেও মারপিট করে আহত করে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সহিদুল ইসলাম বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
