Logo
Logo
×

সারাদেশ

ফটিকছড়িতে গাছ কাটায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পিএম

ফটিকছড়িতে গাছ কাটায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সরকারি সেগুন গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

শুক্রবার (২৫ এপ্রিল) গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফারুক উল আজমকে সাময়িক বরখাস্ত করা প্রজ্ঞাপনে বলা হয়েছে- অননুমোদিতভাবে ইউনিয়ন পরিষদের সরকারি গাছ আত্মসাতের উদ্দেশে কর্তন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের কাছে অনুরোধ করেছিলেন জেলা প্রশাসক।

যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে, সেহেতু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সোমবার (২১ এপ্রিল) বখতপুর ইউপি চেয়ারম্যান ফারুক উল আযমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে পরশু একটি চিঠি পেয়েছি। তিনি তিনটি সরকারি সেগুন গাছ অনুমোদন না নিয়ে কেটে আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন। পরে আমরা গাছগুলো জব্দ করেছি।

ইউপি চেয়ারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম