Logo
Logo
×

সারাদেশ

বাগেরহাটে ৬ ককটেলসহ গ্রেফতার শ্রমিক দলের ১৮ নেতাকর্মী কারাগারে

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পিএম

বাগেরহাটে ৬ ককটেলসহ গ্রেফতার শ্রমিক দলের ১৮ নেতাকর্মী কারাগারে

বাগেরহাট শহরতলীর খানহাজান (রহ.) দরগা মোড়ে হোটেল জারিফ থেকে সেনাক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৬টি অবিস্ফোরিত ককটেলসহ জেলা শ্রমিক দলের নেতা মো. আবুল কাশেম সেলিম ভূঁইয়াসহ তার গ্রুপের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আটকের পর জেলা শ্রমিক দলের নেতা মো. আবুল কাশেম সেলিম ভূঁইয়া তার গ্রুপের এসব নেতাকর্মীকে মঙ্গলবার বিকালে থানায় হস্তান্তর করা হয়। বিস্ফোরক দ্রব্য আইনে তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আদালতে পাঠালে বিচারক তাদের বাগেরহাট কারাগারে পাঠানো নির্দেশ দেয়।

বাগেরহাট সদর থানা পুলিশের এসআই ও মামলার বাদী গৌতম কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত জেলা শ্রমিক দলের নেতা মো. আবুল কাশেম সেলিম ভূঁইয়া ছাড়াও তার গ্রুপের অন্য নেতাকর্মীদের মধ্যে রয়েছে- মো. আজিম ভূঁইয়া, সাগর হাসান, মোস্তফা কামাল সাব্বির, তুফান হাওলাদার, মো. মনি মোল্লা, মো. নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, শাকিব আহম্মেদ রাজ, মো. সাজিদ, নিমাই সরকার, সিরাজুল  শেখ, মো. মাশুক, মো, মিলন শিকদার, রবিউল সরদার, মো. ইয়াসিন আরাফাত ও মো. শাহীন অভি শেখ।

বাগেরহাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম