বাসায় ডেকে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলের অভিযোগে দুই নারী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরায় এক মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কের শহিদ মিনারের পেছন থেকে তাদের আটক করা হয়।
তারা শহরের একাডেমি মসজিদ এলাকায় ভাড়া থাকেন।
ভুক্তভোগী ও বড়বাজারের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, এক নারী তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় এবং মাঝে মধ্যে তিনি আমার কাছ থেকে বাকিতে মাছ নিতেন। রোববার বিকালে ১ হাজার ৩০০ টাকা দেওয়ার কথা বলে তাকে বাসায় ডাকেন ওই নারী।
তিনি আরও বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে একাডেমি মসজিদের পাশে তার বাসায় গেলে তিনি আমাকে বসতে বলেন। বসার দুই মিনিটের মধ্যে ৮-১০ জন যুবক এসে আমাকে মারধর শুরু করেন। পরে হাত বেঁধে ২ লাখ টাকা দাবি করেন। অনেক অনুরোধের পর তারা ৩৫ হাজার টাকায় রাজি হয়। আমি শ্যালক নুরুর মাধ্যমে টাকা পাঠাই। টাকা পাওয়ার পর তারা আমাকে ছেড়ে দেয়। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়।
মিজান আরও অভিযোগ করেন, এই দুই নারী একটি চক্রের সদস্য। তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করেন। আমি এদের কঠোর শাস্তি চাই।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
