Logo
Logo
×

সারাদেশ

যুবককে ছুরিকাঘাতে হত্যা করলেন ভাড়া থাকা রোহিঙ্গা

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম

যুবককে ছুরিকাঘাতে হত্যা করলেন ভাড়া থাকা রোহিঙ্গা

নিহত নাজুম উল্লাহ

কক্সবাজার টেকনাফে নাজুম উল্লাহ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নাজুম উল্লাহ (৩০) টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা রহিম উল্লাহর ছেলে।

পৌরসভার কেকেপাড়ায় ছাদেক নামের রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, টেকনাফ পৌরসভার কেকেপাড়ায় একটি ভাড়া বাসায় ছাদেক নামের এক রোহিঙ্গা পরিবার বসবাস করতেন। সকালে নাজুম উল্লাহ তার বাসা থেকে মোবাইল ফোন চুরি করেছে বলে অপবাদ দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করে ছাদেক। এতে ঘটনাস্থলেই নাজুম উল্লাহ মারা যান। পরে এলাকাবাসী তা জানতে পারলে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে। 

তারা আরও জানান, হত্যাকারীকে আইনের আওতায় আনার পাশাপাশি যারা এলাকায় রোহিঙ্গাদের বাসা ভাড়া দিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক। না হলে ভবিষ্যতে এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। 

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

কক্সবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম