Logo
Logo
×

সারাদেশ

রহস্যজনক আগুনে ডিজেল বিক্রেতা অঙ্গার

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:০২ পিএম

রহস্যজনক আগুনে ডিজেল বিক্রেতা অঙ্গার

ময়মনসিংহের ভালুকায় ডিজেল বিক্রির দোকানে গভীর রাতে আগুনে পুড়ে আমির হোসেন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার হবিরবাড়ী আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে।

মৃত আমির হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মৃতের ছোট ছেলে মুমিন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

জানা যায়, ঘটনার রাত আড়াইটায় দোকানে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দোকান ঘরে ঢুকে দুই ড্রামের মাঝখান থেকে আমীর হোসেনের পোড়া লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহতের ভাতিজি জানান, আমার চাচাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশের গলায় রশি পেঁচানো ছিল। আমার চাচার ব্যবহৃত দুটি মোবাইল বন্ধ ও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল রহমান জানান, পুলিশের মাধ্যমে রাত ৩টার আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আমীর হোসেনের পোড়া লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম