|
ফলো করুন |
|
|---|---|
পলাতক মামলার আসামি ধরতে গিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮ রাউন্ড গুলি ও ১টি বিদেশি পিস্তল জব্দ করা হয়। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাসুদ আনোয়ার আকন্দ।
গ্রেফতাররা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার সিলমারি এলাকার গ্রামের তরিকুল ইসলাম ওরফে তরী (৩৮), মো. রওশন ইসলাম (৪০), ও একই উপজেলার খারিজাথাক গ্রামের মো. ইনাম আলী (৩৫)।
পুলিশ উপপরিদর্শক বলেন, একাধিক মামলার পলাতক আসামি তরীকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানার নয়াপাড়ায় অভিযান চালানো হয়। তরী কাজল মার্কেটের আধাপাঁকা বসতঘরের দক্ষিণ পাশে লুকিয়ে ছিল। সেখান থেকে তরী ও তার ভাই রওশন ও ইনাম আলীকে গ্রেফতার করা হয়। পরে আশপাশের লোকজনের সামনে তাদের তল্লাশি করা হলে ১৮ রাউন্ড গুলি ও ১ টি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
তিনি বলেন, তরিকুল ইসলাম ওরফে তরীর বিরুদ্ধে গাজীপুর সদর থানা, সিরাজগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর, গেন্ডারিয়া, মুন্সিগঞ্জ ও চট্টগ্রাম থানায় মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার প্রত্যেকেই একাধিক মামলার আসামি।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, আসামিদের বিরুদ্ধে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মাসুদ আনোয়ার আকন্দ বাদী হয়ে জয়দেবপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
