মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনা জেলার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নাসির উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক আতাব উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে নামেন নাসির উদ্দিন। মোটর দিয়ে পুকুরের পানি সেচের জন্য লাইন দিলে বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। ওই সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন নাসির। এ সময় বিদ্যুতের লাইন বন্ধ করে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
