Logo
Logo
×

সারাদেশ

যশোরে ১৪ পরিবারের বাড়ি ভাঙচুরে জামায়াতের নেতাকর্মীরা জড়িত নয়

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম

যশোরে ১৪ পরিবারের বাড়ি ভাঙচুরে জামায়াতের নেতাকর্মীরা জড়িত নয়

যশোর সদর উপজেলার রুপদিয়া মধ্যপাড়ায় হতদরিদ্র ১৪টি পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনায় জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় একটি গোষ্ঠী রাজনৈতিক রঙ লাগিয়ে জামায়াতকে দোষারোপ করছে। সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসূল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে অধ্যাপক গোলাম রসূল বলেন, হামলা ভাঙচুরের ঘটনার সঙ্গে জামায়াতের কোনো দায়িত্বশীল নেতাদের সম্পৃক্ততা নেই। অথচ একটি পক্ষ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জামায়াতের ওপর দায় চাপাচ্ছে। ঘটনাটি ঘটার পরেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পরিদর্শন করেন। একই সঙ্গে ১৫টি পরিবারে পুনর্বাসনে চার হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক গোলাম রসূল বলেন, ঘটনার সঙ্গে জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নয়। এটি রাজনৈতিক বিরোধ নয়, জমিজমা সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে। তারপরও একটি গোষ্ঠী জামায়াতের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্র করছে। নিরপেক্ষ তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক সাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম