
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:১১ এএম
দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:০১ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ড্রামট্রাকে ধাক্কা দিয়েছে বালুবোঝাই অপর একটি ট্রাক। এতে দুজন নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাজিরপুর এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী
সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ফাজিলপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ট্রাকের হেলপার
সজিব (১৮) ও কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি
ড্রাম ট্রাক নাজিরপুর এলাকায় এসে দাঁড়ায়। ভোর
সাড়ে ৪টার দিকে বালুবোঝাই আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি
উল্টে সড়ক পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। আর ধাক্কা দেওয়া ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে
ধাক্কা দেওয়া ট্রাকটিতে থাকা সাকিব ও সজিব গুরুতর আহত হন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি রুহুল আমিন বলেন, ভোর ৫টার দিকে ফায়ার
সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায়
ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ কেটে দুজনকে উদ্ধার করা হয়। তাদের উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।