
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১০:২৭ এএম
মাদ্রাসার ছাদে মিলল শিশু শিক্ষার্থীর লাশ

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পিএম

আরও পড়ুন
কুমিল্লার মনোহরগঞ্জের একটি মাদ্রাসার ছাদ থেকে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ উত্তর পাড়া অহিদুল আলম দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
নিহত তাহমিদ (৮) চাটখিল উপজেলার বানসা
গ্রামের মাইন উদ্দিনের ছেলে। সে ওই মাদরাসার নূরানি প্রথম জামায়াতের ছাত্র বলে জানা
গেছে।
এ ঘটনায় নিহতের বাবা মাইন উদ্দিন বাদী
হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। পরে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে
পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে
মাদ্রাসা থেকে বাড়িতে আসেন তাহমিদ। গত রোববার সন্ধ্যায় মাদ্রাসায় ফিরেন যায় সে। সোমবার
সকালে মাদ্রাসার শিক্ষক আব্দুল মোতালেব নিহতের বাবাকে মোবাইল ফোনে জানান তার ছেলে তাহমিদ
এর মরদেহ মাদ্রাসার ছাদে পড়ে আছে। খবর পেয়ে বেলা পৌনে ১১টার দিকে এ বাবা মাদ্রাসায়
ছুটে আসেন। পরে থানা পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর লাশটি উদ্ধার
করে।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম
সার্কেল) সোমেন মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য
লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবার করা মামলায়
একজনকে গ্রেফতার করা হয়েছে।