
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:১০ পিএম
সিদ্ধিরগঞ্জে ট্রিপল মার্ডারে ব্যবহৃত বটি উদ্ধার

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:২১ এএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে নির্মমভাবে হত্যা করায় ব্যবহৃত ‘বটি’ উদ্ধার করা হয়েছে।
ঘাতক আসামি ইয়াছিনের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত এই অস্ত্র উদ্ধার করে পুলিশ।
সোমবার নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার ভিকটিমদের বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে তা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
তিনি বলেন, আসামি ইয়াছিনকে রিমান্ডে জিজ্ঞেসাবাদ করা হলে সে হত্যায় ব্যবহৃত ‘বটির’ সন্ধান দিলে আমরা আজ পুকুর থেকে তা উদ্ধার করি। এর দুইদিন আগে আমাদের টিম রক্তমাখা ব্রিফকেস ভর্তি কাপড় উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে আসামি অন্য দুই আসামির সম্পৃক্তার স্বীকারোক্তি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলে, না সে একাই এই হত্যা করেছে বলে আমার কাছে জানিয়েছে।
নিহতরা হলেন- মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫) তার ছোট বোন লামিয়া আক্তার (২২) এবং লামিয়ার ছেলে হাবিব (৩)।
জানা গেছে, চারদিন নিখোঁজ থাকার পর গত ১১ এপ্রিল দুপুর নিজেদের বসতবাড়ির সামনে নিহতদের খন্ডিত বস্তাবন্দি মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৃতদের উদ্ধার করার অল্প কিছুক্ষণের মধ্যে মৃত লামিয়ার স্বামী ঘাতক ইয়াছিনকে (২৩) আটক করতে সক্ষম হয়। পরে তাৎক্ষণিকই প্রশাসনের কাছে হত্যার বিষয়ের স্বীকারোক্তি দেন অভিযুক্ত।
এ দিন রাতেই লামিয়া ও স্বপ্নার বোন মুনমুন বাদী হয়ে নিহত লামিয়ার স্বামী ইয়াসিন (২৪), ইয়াছিনের পিতা মো. দুলাল (৫০) এবং তার বোন মোসা. শিমু (২৭) আসামি করে হত্যা মামলা দায়ের করেন।