
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম
প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে ধর্ষণ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শামীম দেওয়ান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার আউটশাহী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার টঙ্গীবাড়ী থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।
শামীম দেওয়ান (২২) উপজেলার আউটশাহী গ্রামের শহীদ দেওয়ানের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে শামীম দেওয়ান শিক্ষার্থীকে জোর পূর্বক আউটশাহী ইউনিয়নের ভাসানী বাড়ির ভাঙা বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করে। ভিকটিমের আর্তচিৎকারে আশপাশের লোকজন আসলে শামীম দেওয়ান পালিয়ে যায়।
টঙ্গীবাড়ী থানার ওসি মো. মুহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।