
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম
৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম

আরও পড়ুন
চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া জনতা ব্যাংকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইনকে আটক করেছে পুলিশ। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
বিভিন্ন একাউন্টে টাকা হস্তান্তরের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া জনতা ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ রোববার শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন।
এতে উল্লেখ করা হয়, ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন কয়েকটি একাউন্টে ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য হস্তান্তর করেন।
সিনিয়র অফিসার জাবের হোসাইনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামে।
শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা করা হবে।