
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০২:০৩ পিএম
জ্বলন্ত ঘরের ছাদ পড়ে দগ্ধ দুরুদ মিয়া মারা গেছেন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:১২ পিএম

আরও পড়ুন
জ্বলন্ত ঘরের ছাদ পড়ে দগ্ধ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনীস্থ শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. দুরুদ মিয়া মারা গেছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে তিনি মারা যান।
জানা যায়, গত শনিবার ভোরে তার বসত বাড়িতে আগুন লাগে। আগুনের তাপে দুরুদ মিয়া ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় জ্বলন্ত ঘরের ছাদ তার উপরে আছড়ে পড়ে। এত তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিকায় সম্পূর্ণ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
দুরুদ মিয়ার জামাতা জাবের আহমদ মিন্টু জানান, অগ্নিকাণ্ডে মুহূর্তেই সবকিছু শেষ হয়ে গেছে। প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে আহত দুজনকে উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। দুরুদ মিয়ার মাথাসহ শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে যাওয়ায় আশংকাজনক অবস্থায় ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুরুদ মিয়ার জামাতা জাবের আহমদ মিন্টু জানান, সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকাল সাড়ে ৩ টায় তিনি মারা যান। ঢাকা থেকে লাশ আসার পর গ্রামের বাড়িতে দাফন করা হবে।