
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম
ক্যাসিনো জুয়ারিদের হামলায় ওসিসহ ৭ পুলিশ আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম

আরও পড়ুন
গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো খেলার জড়িত থাকার অভিযোগে অভিযান পরিচালনা করে মূলহোতা মোশাররফ হোসেনসহ ৭ জন জুয়ারিকে আটক করে পুলিশ। এ সময় সঙ্ঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় অভিযুক্ত জুয়ারিরা।
এতে গাজীপুর সদরের জয়দেবপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে শ্রীপুর থানা হতে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
গত রোববার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার বেতঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- জয়দেবপুর থানার ওসি মো. আব্দুল হালিম, এএসআই রাকিবুল হাসান, এমরান হোসেন, কনস্টেবল ফিরোজ হোসেন, রিয়াদ, আশরাফুল ইসলাম ও আবুল কালাম।
আটককৃতরা হলেন- ক্যাসিনো পরিচালনার মূলহোতা মো. মোশাররফ হোসেন (৩১), সহযোগী মো. সেলিম মিয়া (৩২), মো. আবু বক্কর ছিদ্দিক (১৯), মো. নাজমুল হোসেন (২৭), মো. আব্দুর রহমান (৫২), মো. রুবেল মিয়া (৩৪) ও মো. সোহেল রানা (৩৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেতঝুড়ি গ্রামের মোশাররফ হোসেন দীর্ঘ দিন যাবত অনলাইনে ও জুয়ার বোর্ডের মাধ্যমে ক্যাসিনো চালিয়ে আসছে। গোপনে এমন সংবাদে মোশাররফের শ্বশুরবাড়িতে অভিযান পরিচালনা করে জয়দেবপুর থানা পুলিশ। অভিযানের সময় ঘর তল্লাশি করতে পুলিশ ঘরের ভেতর প্রবেশ করার পরপরই তাদের ঘিরে ফেলে জোয়ারিরা। খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত মূলহোতা মোশাররফ হোসেনসহ সাতজনকে আটক করে। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অভিযান পরিচালনার স্থানটি দুই থানার সীমান্তে ছিল। জায়গাটা মূলত শ্রীপুর থানার অধীনে। জয়দেবপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করার পরপরই পুলিশকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে সাতজনকে আটক করা হয়। পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতে পাঠানোর হয়েছে।