
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৯ এএম
শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বজনদের পহেলা বৈশাখ উদযাপন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পিএম

সিরাজগঞ্জর শাহজাদপুরে যুগান্তর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার, ভোর হলো, রংধনু মডেল স্কুল, শাহজাদপুর উপজেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্মিলিতভাবে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করেছে।
এ অনুষ্ঠানের মধ্যে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা-ইলিশ ও জিলাপি-মুড়ি ভোজ, কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন।
এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম, ওসি আসলাম আলী, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কারমিন আলম।
বর্ণাঢ্য শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি ও মহিষের গাড়িতে হলুদ শাড়ি ও লাল রংয়ের পোশাকে মেয়েরা বাহারি সাজে সেজেছিল, ছেলেরা গায়ে গেঞ্জি ও লুঙ্গি পড়ে, কোমরে গামছা হাতে লাঙ্গল, কাচি, পলো ও বাউলের একতারা হাতে নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এতে এ শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।
এছাড়া রবীন্দ্র বাছারিবাড়ি প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
এ উৎসবে স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন- মঈন, আরিফিন মুন, পান্নু মীর, হাবিব, কিরণ, আলামিন, পারভীন, গালিভ, সুইটি, পারভীন বেগম, পলাশ, তাকিবুন্নাহার, নূর মোহাম্মদ মেঘ, তাহমীদ হাম্মাদ রোদ্দুর, পপি, কান্তা, সিমলা, রিপন, অনুশ্রী, দীপা, আকাশ, আলম, রাসু, রিশাদ, সোয়েব, আব্দুল হালিম, প্রিয়ন্তী, বর্ণ দত্ত, স্বর্ণ দত্ত, রাত্রি, শৈলী, হ্যাপী, আনুষ্কা, জয়ীতা, বন্ধন, রিমঝিম, মাহিয়া, অথৈ, সুপ্তি, প্রীতম, তরিকা, বাবলু শেখ, অন্তী রাণী, প্রজ্ঞা, স্বপ্ন, জারা, শশি, অরিত্রিকা, মিন্টু, ফাহমিদা, ফুয়াদ, ফ্লোরা, শ্রুতি, সোয়েবা, নাফিসা, মাইশা, পাপিয়া, মালিহা, নাজমা সুলতানা, বায়জীদ হোসেন, সাগর কুমার, স্বচ্ছ প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটে।