
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পিএম
গণঅভ্যুত্থানে শহিদ রাব্বির মরদেহ পুনরায় নিজ বাড়িতে দাফন

গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পিএম

আরও পড়ুন
ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসাছাত্র শহিদ মো. রাব্বি মাতব্বরের (১২) মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে পুনরায় দাফন করা হয়েছে।
আদালতের নির্দেশে ময়নাতদন্ত শেষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে সোমবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
শহিদ রাব্বি ঢাকার মিরপুরের তালিমুল ইসলাম মাদ্রাসার হাফেজি বিভাগের ছাত্র ছিল এবং ১০ পারা কুরআন মুখস্থ করেছিল। তিনি বাঁশবাড়িয়া গ্রামের জুয়েল মাতব্বরের ছোট ছেলে।
সোমবার ১৪ এপ্রিল ভোররাতে মরদেহ নিজ বাড়ি পৌঁছায় এবং সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান।
উল্লেখ্য, ১৯ জুলাই শুক্রবার রাত ৮টার দিকে নিজ মাদ্রাসার কাছাকাছি ঢাকা মডেল কলেজের সামনে ছাত্র জনতার মিছিল যাচ্ছিল। এ সময় রাব্বিসহ মাদ্রাসার কিছু ছাত্র সেখানে উপস্থিত হয়। এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের ওপর গুলি শুরু করে। অন্য ছাত্রদের সঙ্গে রাব্বিও দৌড়ে পালিয়ে গিয়ে রাস্তার পাশে একটি ভ্যান গাড়ির নিচে আশ্রয় নেয়। এ সময় পুলিশের একটি গুলি রাব্বির বুকে বিদ্ধ হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বির লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু জনতার প্রতিবাদে সে চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয় জনগণ রাব্বির মৃতদেহ স্থানীয় আজমল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই দিন রাতেই তার লাশ নিজ বাড়ি পটুয়াখালীর গলাচিপায় নিয়ে যেতে চাইলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বাধা দেয়।
পরে বাধ্য হয়ে রাব্বির লাশ ঢাকায় মিরপুর গোরস্থানে দাফন করা হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পরে এ ঘটনায় মামলার পাশাপাশি শহিদ রাব্বির মৃতদেহ নিজ জেলা পটুয়াখালীতে নেওয়ার জন্য পিতা জুয়েল মাতব্বর আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গত ১০ জুলাই শহিদ রাব্বির মৃতদেহ মিরপুর গোরস্তানের কবর থেকে উঠিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে রাখা হয়। রোববার রাব্বির মৃতদেহ ময়নাতদন্ত ও ডিএনএর নমুনা সংগ্রহ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।