
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:০২ পিএম
বিএনপি কর্মীকে পিটিয়ে মারল ছাত্রলীগ নেতা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম

কক্সবাজারের মহেশখালীতে রাজনীতি সংক্রান্ত কথা কাটাকাটির জেরে রশিদ আহমেদ (৫৭) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। সোমবার বেলা ১১টার দিকে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমেদ কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তিনি মৃত লাল মিয়ার পুত্র।
অভিযুক্ত অমিত ইকবাল কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
নিহতের ভাই নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার ভাইকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এসব অপরাধীরা এখনো এলাকায় সশস্ত্র অবস্থায় ঘুরে বেড়াচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক পুকুরপাড়ে রাজনৈতিক আলোচনার একপর্যায়ে রশিদ ও অমিতের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই ক্ষিপ্ত হয়ে অমিত প্রথমে রশিদকে আঘাত করে। পরে দ্বিতীয় দফায় অমিত ও তার ভাই কামরুল ধারালো লোহার রড দিয়ে তাকে গুরুতরভাবে আহত করে। গুরুতর আহত অবস্থায় রশিদ আহমেদকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রশিদের মৃত্যুর খবরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে এবং তার ভাই কামরুলকে আটক করে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অভিযুক্তরা কয়েকজন মিলে তাস খেলছিল। এ সময় নিহত রশিদ আহমেদ মন্তব্য করেন, আওয়ামী লীগের গালিগালাজ এখনও থামেনি। তখনই উত্তেজিত হয়ে অভিযুক্তরা তাকে আঘাত করে। সেই আঘাতে রশিদ মারা যান।
ওসি আরও জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।