
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
গাজীপুর প্রেস ক্লাবের বৈশাখী উৎসব উদযাপন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গাজীপুর প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত বৈশাখী উৎসব ছিল এক প্রাণবন্ত মিলনমেলা। রঙ, সুর আর ঐতিহ্যের সমন্বয়ে দিনটি হয়ে ওঠে বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
সকালে শহরের কেন্দ্রস্থল থেকে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বাঙালির প্রিয় পান্তা-ইলিশ, শুঁটকি ভর্তা, আলু ভর্তা, আম ডালসহ নানা পদের খাবার দিয়ে ভুঁড়িভোজের আয়োজন হয়।
বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু। সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন- গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল করিম।
আরও বক্তব্য দেন- গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন।