
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ র্যালিতে আ.লীগের ২ নেতা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পিএম

আরও পড়ুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় আওয়ামী লীগের দুই নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
তারা হলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু স্বপন রায় ও গোলাম মহিউদ্দিন।
সোমবার বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ক্ষেতলাল উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের প্রথমার্ধে সকাল ৯টায় নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
ওই আনন্দ শোভাযাত্রার ব্যানারের সামনে আওয়ামী লীগের দুই নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলার সর্বস্তরের জনসাধারণের মাঝে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) জিনাত আরা, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপেন্দ্রনাথ সিং, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হকসহ উপজেলা পরিষদের সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাংস্কৃতিক কর্মীরা।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের শহিদ মিনার চত্বরে এসে গ্রামবাংলার ঐতিহ্য পান্তাভোজ আন্তে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তারা।
আয়োজনের দ্বিতীয়ার্ধে ক্ষেতলাল পৌরসভা, বড়তারা, মামুদপুর ও বড়াইল ইউনিয়নের মধ্যে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বেলা ২ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নির্বাহী অফিসার।
পরে ইউএনওর বাংলোতে মধ্যাহ্নভোজে যান উপজেলা পরিষদের সব কর্মকর্তা কর্মচারী ও ইউপি প্যানেল চেয়ারম্যানরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমান বলেন, বর্ষবরণ উপলক্ষে ফ্যাসিবাদদের নিয়ে নির্বাহী অফিসার শোভাযাত্রা ও র্যালি করে থাকে তাহলে মোটেও সমীচীন নয়। দায়িত্বশীল জায়গা থেকে তাকে আরও সচেতন হওয়া উচিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অসিফ আল জিনাত বলেন, সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছি। কোনো আওয়ামী লীগ নেতা যদি আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে সেটি আমার চোখে পড়েনি। আপনারা পুরো অনুষ্ঠানে ছিলেন মূল্যায়ন আপনাদের কাছে।