
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম
লৌহজংয়ে বিএনপির আনন্দ শোভাযাত্রা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পিএম

আরও পড়ুন
বর্ষবরণ উপলক্ষে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
সোমবার বিকাল সাড়ে ৫টায় আনন্দ শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালিঅংক বাজার হয়ে লৌহজং সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।
এ সময় আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান অপু চাকলাদার। বর্ষবরণ উপলক্ষে এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সব নেতাকর্মীদের নববর্ষের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আমির হোসেন দোলন, উপজেলা বিএনপির নেতা শাহ কামাল ঢালী, আজগর হোসেন চঞ্চল মোল্লা, মো. গোলাম গাউস, মো. কাউসার তালুকদার, মহিলা দলের নেত্রী আলেয়া বেগমসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।