
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম
ভেঙে পড়ল তিনশ বছরের ‘ভৌতিক’ গাছ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম

কুড়িগ্রামের চিলমারীর ঐতিহ্যবাহী কয়েকশ বছরের পুরাতন ‘ভৌতিক’ শিমুল গাছটি হঠাৎ ভেঙে পড়েছে। ভেঙে পড়া গাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। গাছটি জীবিত থাকতে প্রতিদিন যেমন বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক মানুষ আসতেন ভেঙে পড়েও তেমনি অনেকে দেখতে আসছেন বলে এলাকাবাসী জানায়।
জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের পূর্বমাচাবান্দা এলাকায় আকালুর ঘাটের পূর্বপাশে স্থানীয় আব্দুল কাদেরের জমিতে বিশাল আকৃতির পুরাতন একটি শিমুল গাছ ছিল। প্রতিদিন গাছটি দেখতে দূর-দূরান্ত থেকে অনেকে আসলেও কেউ জানতেন না এটির বয়স কত। দীর্ঘদিন ধরে ওই এলাকার ঐতিহ্য বহন করে আসছে কালের সাক্ষী শতবর্ষী শিমুল গাছটি।
এই গাছকে ঘিরে অনেক ভৌতিক গল্পের প্রকাশ ছিল এলাকাজুড়ে।
সোমবার দুপুরে হঠাৎ বিকট শব্দে গাছটি ভেঙে মাটিতে পড়লে মুহূর্তেই চারিদিক থেকে শত শত মানুষ এটি দেখতে ছুটে আসেন।
সরেজমিনে আকালুর ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, এলাকার ঐতিহ্যবাহী শতবর্ষী শিমুল গাছটি ভেঙে পড়ায় প্রায় ১ বিঘা জমি জুড়ে এটির কাণ্ডগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। গোটা গ্রামের নারী-পুরুষ ডাল ও পাতা সংগ্রহে ব্যস্ততার পাশাপাশি শত শত দর্শনার্থী সেলফি তোলায় ব্যস্ত। মনে হচ্ছে যেন ভেঙে পড়া গাছটি আজ সেলফির একমাত্র সাথী। পুরাতন গাছটি ভেঙে যাওয়ায় অনেককে শোক প্রকাশ করতেও দেখা গেছে।
স্থানীয় আমিনুল ইসলাম বীর, আব্দুল কাদেরসহ অনেকে জানান, আমরা ছোট বেলা থেকে গাছটিকে এরকমই দেখে আসছি। ঐতিহ্যবাহী এই শিমুল গাছটির বয়স কত হবে তা এলাকার কেউ জানে না। আমাদের দাদার নিকট জানতে চেয়েছিলাম গাছটির বয়স কত? তিনি বলেছেন আমি ছোট বেলা থেকে এমনই দেখেছি। আমাদের দাদারা তার দাদার নিকট থেকে একই উত্তর পেয়েছিলেন বলে জানান তারা।
তবে এলাকার অনেক প্রবীণ ব্যক্তি ধারণা করেছেন, গাছটির বয়স তিনশ বছরের কম না।