
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পিএম
বছরের প্রথম দিনে চট্টগ্রামে সড়কে প্রাণ গেল ২ জনের

সীতাকুণ্ড ও আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম

আরও পড়ুন
বছরের প্রথম দিনে চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সোমবার জেলার সীতাকুণ্ড ও আনোয়ারা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় মকছুদুল মোমেনিন প্রকাশ লেদা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকছুদুল মোমেনিন প্রকাশ লেদা উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাঝি বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধ মকছুদুল মোমেনিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে খবর দেয়। ধাক্কা দেওয়া প্রাইভেট কারটি দ্রুতগতিতে পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বেয়াই তোফায়েল আহম্মেদ বলেন, আমার বেয়াই মকছুদুল মোমেনিন একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। সকালে রাস্তা পার হওয়ার সময় ফকিরহাট এলাকায় একটি অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশ মোবাইল রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আনোয়ারা প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বছরের প্রথম দিনে সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টায় পিএবি সড়কের বারখাইন শোলকাটা লাবিবা ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সালাউদ্দিন উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের থানাদার বাড়ীর সোহাগ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। পরিবারে তার বাবা-মা ছাড়া স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সালাউদ্দিন বাড়ি থেকে সিএনজি শহরে যাওয়ার পথে শোলকাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।