
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম
ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পিএম

নোয়াখালী পৌর এলাকায় ট্রাকের চাপায় রেজাউল করিম (৪৩) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে চৌরাস্তা-মাইজদী সড়কের সুধারাম মডেল থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
নিহত রেজাউল সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাম হোসেনের ছেলে। আর আটককৃত ট্রাক চালক মো. রুবেল (৩২) ভোলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুধারাম থানার সামনে রাস্তার বাম পাশে নিজের অটোরিকশার মধ্যে বসে ছিলেন করিম। একপর্যায়ে তিনি অটোরিকশাটি ডান পাশে মোড় নিতে গেলে চৌরাস্তার দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিচালিত যানটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন করিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওইসময় স্থানীয় লোকজন চালকসহ ট্রাকটি আটক করে।
সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকসহ এর চালককে আটক করে। পরে থানা পুলিশ গিয়ে ট্রাক জব্দ ও এর চালককে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।