
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পিএম
শিশু ধর্ষণের ঘটনায় শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার ১

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় একজনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে নরসিংদী জেলার রায়পুরা থানা সদর উপজেলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর সোমবার সকালে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া হোসেন মোল্লা (৫৫) উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া গ্রামের দলা মোল্লার ছেলে। সম্পর্কে ভুক্তভোগীর দাদা তিনি।
এর আগে গত ৯ এপ্রিল রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। এতে আসামি করা হয় দেলোয়ার হোসেনকে। গত ৭ এপ্রিল দুপুরে দাদার বাড়ি নতুন ধানের সিন্নি দিতে গিয়ে ধর্ষণের শিকার হন দ্বিতীয় শ্রেণিতের পড়া ওই শিশু।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘নাতনিকে ধর্ষণের দায়ে দাদাকে শ্বশুরবাড়ি থেকে হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে জিজ্ঞাসাবাদের পর তাকে জেল হাজতে পাঠানো হয়।