
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পিএম
রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০২:২০ পিএম

আরও পড়ুন
লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজন মারা গেছে। সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেল।
নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন বেপারী। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরবংশী গ্রামের হজল করিমের ছেলে। জসিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ও রায়পুর উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী ছিলেন বলে জানা গেছে।
জসিমের ছোট ভাই কাউছার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কৃষকদল নেতা জি এম শামীম ও মোস্তফা গাজীর লোকজন আমার ভাইকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। পরে তাকে ঢাকার প্রাইম হাসপাতাল ভর্তি করা হয়। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঙ্গে লড়তে গিয়ে আমার ভাই পরাজিত হয়েছে। তার মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, ‘জসিম নামে একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি। তার বাড়িতে যাব। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাইজ উদ্দিন হত্যা মামলায় একজন গ্রেফতার আছে।’
এর আগে গত ৭ এপ্রিল উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজ ও রায়পুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে ৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত উত্তর খাসেরহাট বাজারে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। এতে শামিম গাজি, শফিক রাঢ়ী, গণি রাঢ়ী, মিজান খান, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদসহ ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে কুপিয়ে আহত করা স্পেন প্রবাসী সাইজুদ্দিন দেওয়ানকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।