
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম
কুয়া খনন করতে গিয়ে ২ ভায়রা ভাইয়ের মৃত্যু

শেরপুর উত্তর প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকার শালচুরা গ্রামে বাড়ির কুয়া খনন করতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। অক্সিজেনের অভাব এবং বিষাক্ত গ্যাসের তীব্রতায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃতরা হলেন- নারায়ণ কোচ (৪৫) ও শ্রী নিরঞ্জন কোচ (৩৫)। সম্পর্কে তারা আপন ভায়রা ভাই বলে জানা গেছে।
মৃত নিরঞ্জন কোচের পিতা মোহন কোচ এবং নারায়ণ কোচের পিতা লালমোহন কোচ শালচুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঝিনাইগাতী বাজারের একটি ক্লিনিকের ওয়ার্ড বয় নিরঞ্জন কোচ ও কৃষি শ্রমিক নারায়ণ কোচ সম্পর্কে ভায়রা ভাই হওয়ায় শাল চোরা গ্রামে একই বাড়িতে বসবাস করতেন। বাড়ির একটি পরিত্যক্ত কুয়া নিজেরাই সংস্কারের উদ্যোগ নেন এবং রোববার বিকালে প্রায় ৩০ ফুট গর্ত করে রিং বসানো শুরু করেন। একপর্যায়ে গর্তের গভীরে নামলে অক্সিজেনের অভাব এবং বিষাক্ত গ্যাসের কারণে গর্তের ভেতর অজ্ঞান হয়ে যান।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে প্রেরণ করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী সদর থানার ওসি বলেন, গভীর কুয়াতে অক্সিজেন এবং বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।