
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পিএম
গৃহবধূকে নির্যাতনের পর হত্যা, স্বামী-দেবর আটক

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাড়িতে ঝর্না আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যা করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে গৃহবধূর বাড়ির লোকজন হাসপাতাল থেকে স্বামী শাফিন ও দেবর শাকিলকে আটক করে পুলিশে দিয়েছে।
রোববার রাতে ফতুল্লার মাওলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার মুসলিমনগর এলাকার জয়নাল মিয়ার মেয়ে ঝর্না আক্তারকে (২৮) পাশের এলাকা মাওলাবাজারের জজ মিয়ার ছেলে শাফিনের (৩৫) কাছে ৪ বছর আগে বিয়ে দেয়। তাদের সংসারে তায়েবা (২) নামে একটি কন্যাসন্তান আছে। দুপুরে শাফিন ও তার ভাই শাকিল মিলে ঝর্নাকে হাসপাতালে নিয়ে যায়। তখন প্রতিবেশীরা জানতে চাইলে শাফিন জানান, ঝর্না ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে।
ঝর্নার বাবা জয়নাল জানান, শাফিন ও তার বাবা মা প্রায়ই ঝর্নাকে মারধর করতেন। কয়েক দিন আগেও শাফিনের মা মারধর করে ঝর্নার কান রক্তাক্ত করেছেন। আজও ঝর্নাকে চুলের মুঠি ধরে দেয়ালে আঘাত করে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেছে। ঝর্নার কপালে ও শরীরে রক্তাক্ত জখম রয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে ঝর্নার এ অবস্থা দেখে শাফিন ও তার ছোট ভাই শাকিলকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। ওই সময় শাফিনের বাবা ও মা পালিয়ে গেছেন। এ বিষয়ে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাই।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, দুজনকে আটক করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।