
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম
পুকুরে ভাসছিল কালো মাইক্রোবাস

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম

আরও পড়ুন
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা-বলিয়াদ আঞ্চলিক সড়কের পাশে একটি পুকুরে ভাসছিল মাইক্রোবাস। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে দুই ঘণ্টার চেষ্টায় মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো ওই গাড়িটির মালিকানার খোঁজ মেলেনি।
রোববার সকালে উপজেলার বলিয়াদী এলাকায় পুকুরে থেকে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা-বলিয়াদি আঞ্চলিক সড়কে সন্ধ্যা হলেই চুরি ছিনতাই ডাকাতির ঘটনা ঘটে। এ ভয়ে অনেকেই ওই সড়কে চলাচল বন্ধ করে দিয়েছেন। শনিবার রাতে ওই সড়কে গাছ ফেলে দুটি অটোরিকশা ছিনতাই হয়। রোববার সকালে পুকুরে মাইক্রোবাস ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে। তবে এখনো কোনো গাড়ির চালক বা মালিকানার খোঁজ পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার এসআই মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, এলাকাবাসী খবর দিলে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। গাড়িটির মালিকানার খোঁজ মিললেই প্রকৃত ঘটনা জানা যাবে।