
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম
ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:১১ পিএম

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কালাম শেখকে (৫০) গ্রেফতার করেছে র্যাব ১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
রোববার র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কালাম রাজবাড়ী জেলার বাজিতপুর উপজেলার মৃত গেন্দু শেখের পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে র্যাব ১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের টেপাখোলা এলাকায় অভিযান চালায়।
এ সময় রাজবাড়ী জেলার সদরের নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কালাম শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কালাম শেখকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।