
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম
গায়েহলুদে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় ভাসছেন মেয়ের বাবা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পিএম

প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো মিলাদ মাহফিল বা ইসলামি সঙ্গীতের অনুষ্ঠান; কিন্তু তা নয়। নিজের মেয়ের গায়েহলুদ অনুষ্ঠানে কোনো গান-বাজনা না করিয়ে পবিত্র কুরআন খতম, ইসলামি সংগীত, মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন কনের বাবা।
শুধু তাই নয়, গায়েহলুদের অনুষ্ঠানে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পবিত্র কুরআন শরিফ তুলে দেন মেয়ের হাতে।
এমন উদ্যোগে আশপাশের মানুষের প্রশংসায় ভাসছেন চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন পাটোয়ারী ও তার পরিবার।
শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে তার জ্যেষ্ঠ কন্যা তাছমিয়া আঞ্জুম নিধীর গায়েহলুদের অনুষ্ঠান হয়। প্রচলিত রীতি অনুযায়ী গায়েহলুদ অনুষ্ঠানের জন্য সাজানো হয় মঞ্চ। তৈরি করা হয় নান্দনিক স্টেজ; কিন্তু এরপরই সবাইকে অবাক করে কনের বাবা মামুন পাটোয়ারী গায়েহলুদের মঞ্চে এলাকার হাফেজ ও ইমামদের নিয়ে কুরআন খতম ও দোয়া মিলাদের অনুষ্ঠান করেন। শুধু তাই নয়, কুরআন খতম ও ইসলামিক সংগীত পরিবেশন শেষে মেয়ের হাতেও তুলে দেন পবিত্র কুরআন শরীফ।
কনের বাবা মামুন পাটোয়ারী জানান, নিজ সন্তানরা যাতে ইসলামি শিক্ষায় শিক্ষিত হয়ে জীবন গড়তে পারে; তাই পরকালের কথা চিন্তা করে ও নিজ সন্তান যাতে কুরআন শরিফটি হাতে নিয়ে বাবার কথা অনুযায়ী ধর্মীয় চেতনায় অনুপ্রাণিত থাকে; সেজন্য তাকে কোরআন শরীফ প্রদান করেন তিনি। তাই পাশ্চাত্যের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামিক সংস্কৃতি আয়ত্তের আহ্বান জানান তিনি।
এদিকে ব্যতিক্রম এমন আয়োজনে খুশি স্থানীয়রাও। তাদের দাবি, এমন আয়োজন উপভোগ করেছেন সবাই। অন্যান্য বিয়েতে নাচগান করা হলেও গায়েহলুদের এমন আয়োজন কোথাও দেখেননি তারা কেউ।
এদিকে গান-বাজনা না থাকলেও গায়েহলুদে ধর্মীয় এমন আয়োজনে খুশি বর ও কনেপক্ষের মেহমানরাও। এদিন শিশু-কিশোর যুবক ও বৃদ্ধ সকলে একত্রে গায়েহলুদ অনুষ্ঠানটি উপভোগ করতে পেরেছেন বলে দাবি তাদের।
প্রতিটি মানুষের জন্য বিবাহ সুন্নত। বিয়ে যেহেতু শরীয়তের একটি বিধান সেক্ষেত্রে বিয়ের অনুষ্ঠানে শরিয়তের প্রথা তথা ইসলামিক আইন পালন করা সুন্নত বলে জানান স্থানীয় পূর্ব বাখরপুর বাইতুল সালাত জামে মসজিদের খতিব মাওলানা নূর মুহাম্মদ চাঁদপুরী।
এদিন বর মোহাম্মদ শরীফ পাটোয়ারী ঘোড়ারগাড়িতে চড়ে বিয়ে বাড়িতে হাজির হলে যোগ হয় বাড়তি আকর্ষণ। এ সময় কনেপক্ষ তাকে অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
বর শরীফ পাটোয়ারী পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি ঢাকার ডেমরা এলাকার হাজি মো. রতন পাটোয়ারীর ছেলে।