
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পিএম
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল কালনী এক্সপ্রেস ট্রেনের ১১ বগি

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ পিএম
-picture-67fbaff7cdccd.jpg)
আরও পড়ুন
সিলেটে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল সোয়া ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া রেলপথের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মাইজগাঁও রেল স্টেশনমাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগান এলাকায় আসতেই ইঞ্জিনের পেছন থেকে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ৯টায় ওই ট্রেনের সঙ্গে পেছনের ১১টি বগি জোড়া লাগিয়ে দেওয়ার পর ভাটেরা রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।