Logo
Logo
×

সারাদেশ

ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম

ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনার মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। শনিবার সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে হওয়া এ সংঘর্ষে ইমাম হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারীসহ দুপক্ষের অন্তত ১৮ জন।

নিহত ইমাম হোসেন আখাশ্রী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। আহতদের মধ্যে তৌহিদ মিয়া ও ক্বারী ইসলাম নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার বোরো খেতের ধান খায় একই গ্রামের আকবর মিয়ার ছাগল। এ নিয়ে শনিবার বিকালে দুই কৃষকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়। এর মধ্যে আহত ইমাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘লাশ ময়মনসিংহ মর্গে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম