
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:১০ পিএম
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মুয়াজ্জিনের

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পিএম

আরও পড়ুন
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় আবুল কালাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে পৌর শহরের দক্ষিণবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম পৌর এলাকার জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি
ব্রাহ্মণবাজার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন।
পু্লিশ জানায়, রোববার সকালে মোটরসাইকেলযোগে মসজিদ থেকে কুলাউড়া শহরে
আসছিলেন আবুল কালাম। তিনি কুলাউড়া ফায়ার সাভিস স্টেশনের সামনে পৌঁছালে বালু বোঝাই ট্রাক
মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আবুল কালাম
গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, ‘ঘাতক ট্রাক ও এর চালককে আটক
করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’