
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পিএম
১৭ বছর পর রাণীনগরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, পত্নীতলা চ্যাম্পিয়ন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৯ পিএম

আরও পড়ুন
‘এসো খেলা করি, মাদক থেকে দূরে থাকি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ১৭ বছর পর অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট।
শুক্রবার বিকালে রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে গত ১ জানুয়ারি থেকে এ টুর্ণামেন্ট শুরু হয়।
ফাইনাল খেলায় পত্নীতলা ফুটবল একাদশ ১-০ গোলে মান্দা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধে নাইমের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় পত্নীতলা ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ডিসকভারি ১১০ সিসি মোটরসাইকেল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। আর রানারআপ দলকে একটি ফ্রিজ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। প্রথম গোলদাতাকে ডি-আর্ট প্রেসের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
টুর্ণামেন্টে ৮টি জেলার ১৬টি দল অংশগ্রহণ করেন। বেশ কয়েক বছর পর এই মাঠে ফুটবল খেলা দেখতে রাণীনগর উপজেলাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা হাজার হাজার দর্শক ফুটবল খেলা উপভোগ করেন।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন-উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস।
এর আগে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা, থানা পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বর্তমান ও আগামী প্রজন্মকে মাদক ও মোবাইলের ক্ষতিকর আশক্তি থেকে দূরে রাখতে এ ধরণের খেলার আয়োজন বেশি বেশি করার আহ্বান জানান।
পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।