
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পিএম
মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন ও লুটপাটের অভিযোগ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম

ঝালকাঠির নলছিটিতে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ ও মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ডুবিল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত ডুবিল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলি খানের ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের বিভিন্ন মালামাল তছনছ করে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২,৫০,০০০ টাকা লুটে নেয়।
পরে ঘরের বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে ঝালকাঠি সেনাক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খান ও তার নাতি সেনা সদস্য ফয়সাল আহমেদ সিফাত জানান, এদিন রাতে বাড়িতে আমরা কেউ ছিলাম না। এ সুযোগে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের সব মালামাল তছনছ করে। তারা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়। পরে ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন জানান, এদিন রাতে ওই বাড়িতে কেউই ছিল না। আমি আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ওই বাড়ি থেকে মূল্যবান মালামাল লুটে নিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে তাদের পরিবার থেকে ঝালকাঠি সেনাক্যাম্পে একটি অভিযোগ দিয়েছে বলে শুনেছি।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, এদিন রাতে ওই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে কোনো লোকজন ছিল না। ঘর খালি ছিল। কেউ শত্রুতাবশত ঘরের পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে ঘরের মধ্যে থাকা খাটসহ অন্যান্য মালামালে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে। বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলি খানকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।