
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম
পূর্বাচলে মিলল যুবকের রক্তাক্ত লাশ

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পিএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল থেকে দেলোয়ার হোসেন (৪৬) নামে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্বাচলের এক নম্বর সেক্টরের একটি প্লটের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি ছুরিও জব্দ করা হয়।
মৃত দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ সদর থানাধীন শোলাকিয়া এলাকার আবু সাঈদের
ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সকালে পূর্বাচল এক নম্বর সেক্টরের
একটি প্লটের ভেতরে যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা খবর দিলে
পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে দুর্বৃত্তরা
যুবককে ছুরিকাঘাতে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, লাশটির পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের
প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে তারা পরিচয় শনাক্ত করা গেছে। লাশ ময়নাতদন্তের
জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।