
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২০ এএম
কারারক্ষীদের ওপর হামলার অভিযোগ, আটক ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রথম ফটকে (আরপি গেইট) দায়িত্বরত কারারক্ষীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, কারাগারে থাকা আসামিদের স্বজনরা এ হামলা চালিয়েছে। খবর পেয়ে অতিরিক্ত কারারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকের এ ঘটনায় রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের
সহকারী প্রধান কারারক্ষী সৈয়দ আনিসুর রহমান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি
মামলা করেছেন। মামলায় তিনি সরকারি সম্পদ নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কারা নিরাপত্তায়
বিঘ্ন ঘটানোর অভিযোগ এনেছেন।
মামলার প্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-
রাজধানীর পল্লবীর বাসিন্দা সজিব রানা (২৪), মিরপুরের বাসিন্দা মো. রুহুল আমিন ও জামালপুরের
সরিষাবাড়ির বাসিন্দা মো. রঞ্জু।
কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে জামিনপ্রাপ্ত বন্দিদের
নিতে কারা ফটকের সামনে উপস্থিত হন কয়েকশ লোক। দীর্ঘসময় অপেক্ষার পরও বন্দি স্বজনরা
মুক্তি না পাওয়ায় ক্ষুব্ধ হন অনেকে। একপর্যায়ে সন্ধ্যার দিকে অপেক্ষারত ২০ থেকে ২৫
স্বজন কারাগারের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় কারারক্ষীদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা
ও পরে হাতাহাতি হয়। খবর পেয়ে অতিরিক্ত কারারক্ষী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খোঁজ নিয়ে জানা গেছে, জামিনপ্রাপ্ত বন্দিদের মুক্তির সময় নানাভাবে হয়রানি
করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ডিসি প্রসিকিউসনের ছাড়পত্রের নামে সময় ক্ষেপণ করা
হয়।
এ বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম আহমেদকে
একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘কারারক্ষীদের ওপর
হামলার ঘটনায় তিনজনকে আটক করে থানায় দিয়েছে কারা কর্তৃপক্ষ।’