Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল স্বামীর

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম

স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল স্বামীর

ভাঙ্গায় স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী স্বামী বদিউজ্জামান। গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বিকালে উপজেলা চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামে মৃত বারেক শিকদারের ছেলে বদিউজ্জামান শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বদিউজ্জামান সিকদার বলেন, ২০০৭ সালে পারিবারিকভাবে পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করি। আমাদের এক ছেলে ও মেয়ে আছে। আমি দীর্ঘদিন ধরে সাইপ্রাসে থাকা অবস্থায় আমার স্ত্রী একাধিক মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বারবার তাকে সতর্ক করার পরও ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার সংসার করতে বাধ্য হই। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশ-বৈঠক হয়। শুক্রবার বিকালে দুইপক্ষের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আমার বাড়িতে সালিশে বসলে আমার স্ত্রী সংসার না করার ইচ্ছা প্রকাশ করেন। পরে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে খোলা তালাকের মাধ্যমে স্ত্রীকে তালাক দেওয়া হয়। তারপর আমি আধা মণ দুধ দিয়ে গোসল করে পেছনের স্মৃতি ভুলে যেতে চাই। আমি নতুন করে আমার জীবন গড়তে চাই।

এ ব্যাপারে ওই নারী কোনো বক্তব্য দেননি।

ভাঙ্গা থানার এসআই রতন বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই। তার একটি মোবাইল ফোন স্বামীর কাছ থেকে উদ্ধার করে দেই। উভয়পক্ষের লোকজনের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম