
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০১:৩৪ এএম
নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পিএম

আরও পড়ুন
টাঙ্গাইলের দেলদুয়ারে ইমাম হোসেন (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উত্তরপাড়া নির্মাণাধীন মডেল মসজিদের অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইমাম হোসেন মডেল মসজিদ নির্মাণের সংশ্লিষ্ট ঠিকাদারের অধীনে নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ করুণাগ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
দেলদুয়ার থানার এসআই নন্দন কুমার, নির্মাণাধীন মডেল মসজিদের পশ্চিমপাশে
থাকা একতলা ভবনের একটি কক্ষে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।