
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম
টঙ্গীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০২:৩৪ এএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
গাজীপুরে টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার
রাত ৯টার দিকে টঙ্গীর আমবাগান পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ওই কিশোরীর নাম মদিনা আক্তার (১৪)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী
থানার পাজারিকুরা গ্রামের পিয়ারুল ইসলামের মেয়ে। মদিনা আক্তার পাগার এলাকার জনৈক শাহ
আলমের ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী ফ্ল্যাটের
এক ভাড়াটিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় মদিনার। এরই কিছুক্ষণ পর মদিনা তার নিজ কক্ষে
গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরের রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা মদিনাকে ডাকতে গিয়ে ওই
কক্ষের দরজা বন্ধ পেয়ে পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে
গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ
ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।