
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম
আইনজীবী সাইফুল হত্যা মামলায় ১১ আসামির জামিন নামঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১১:১২ পিএম
-67f7fc1416f38.jpg)
আরও পড়ুন
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ১১ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার শাহরিয়ার হাসান আসামিদের জামিন নামঞ্জুর করেন।
সিএমপির এডিসি (গণসযোগ) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- প্রেম নন্দন দাশ (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।
সিএমপির গণসযোগ শাখা জানায়, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় এজাহারভুক্ত ১১ আসামি জামিনের জন্য আদালতে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন। মামলাটি এখনো তদন্তাধীন। চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় ইসকন কর্মীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ হয়। এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবী সমিতি এ হামলার জন্য ইসকন সদস্য ও সমর্থকদের দায়ী করে।
এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।