
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পিএম
শরীরে কেরোসিন ঢেলে আগুনে দগ্ধ সেই যুবলীগ নেতার মৃত্যু

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম
-67f7f9ce9fa26.jpg)
আরও পড়ুন
পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা দড়িগাঁও গ্রামে শরীরে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই যুবলীগ নেতার নাম মো. আশিকুর রহমান (৩০)।
নিহত আশিকুর রহমান (৩০) উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. আশিকুর রহমান সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিজের বসতঘরে দরজা বন্ধ করে নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্বজনরা দরজা ভেঙে তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, আশিকুর রহমান নামের এক যুবক নিজের শরীরে নিজেই আগুন দিয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী আমাদের অবহিত করেছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহত ওই যুবক স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি আমার জানা নেই।