
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০১:০৪ পিএম
মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে ফেরার পথে প্রাণ গেল মায়ের

শেরপুর উত্তর প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম

শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে অটোরিকশাচাপায় শিরিনা বেগম (৩২) নামে এ গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার চর বসতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিরিনা বেগম নকলা উপজেলার রেহাই অষ্টধর গ্রামের সোহেল রানার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিরিনা বেগমের মেয়ে এসএসসি পরীক্ষার্থী। আজ প্রথম পরীক্ষা হওয়ায় পরীক্ষার কেন্দ্রে দিতে যান মেয়েকে। ফেরার পথে এক অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে অটোরিকশাচাপায় পরীক্ষার্থীর মা মারা গেছেন।