
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:২২ পিএম
এবার ঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৩১ পিএম

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৫০০ গজ দূর থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তের মেইন পিলার ৩৭৬ ও সাব-পিলার ৪ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ওই ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে আটক করে বিএসএফ। এখন তিনি সেখানেই আছেন।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তির নাম আব্দুল হামিদ (৩৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার পোস্ট সমীর নগর বাদামবাড়ী গ্রামের জাহিদুর রহমানের ছেলে।
বিজিবি সূত্র আরও জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে বৃষ্টি হচ্ছিল। তখন বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে আব্দুল হামিদ ভারতের ভেতরে প্রবেশ করেন। ওই সময় বিএসএফের ১৫২ বেগুনবাড়ি টহল দল তাকে আটক করে। পরে তাকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি দিবাকর অধিকারী বলেন, ঘটনাটি শুনেছি।