
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম
পাবনা জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পিএম

পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ (৩৫) নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের ৩ শীর্ষ নেতাকে আটক করেছেন ছাত্র-জনতা। রাজধানীর মিরপুর শাহ আলী থানার একটি রেস্টুরেন্ট থেকে বুধবার রাতে আটক করে মারধরের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক অন্যরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান জেমি এবং পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রচার সম্পাদক তৌশিকুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর এলাকার একটি রেস্টুরেন্টে পাবনা জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন পলাতক নেতা প্রায়ই খাওয়া-দাওয়াসহ আড্ডা করেন। বুধবার রাতেও ১০ থেকে ১২ নেতা ওই রেস্টুরেন্টে ছিলেন। এ সময় কেউ তাদের দেখে ফেলে এবং বিষয়টি স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের জানালে অর্ধশতাধিক নেতাকর্মী এসে রেস্টুরেন্টে তাদের ঘিরে ফেলেন। এ সময় কিছুসংখ্যক পালিয়ে গেলেও তাজুলসহ উল্লেখিত দুজন ছাত্র-জনতার হাতে আটক হন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সূত্র জানায়, পুলিশের কাছে সোপর্দের আগে তাদের মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ হেফাজতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দুই শিক্ষার্থী জাহিদুর ইসলাম ও মাহবুব হোসেন নিলয় নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আবু সাইদ, পাবনা-৫ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকসহ প্রায় দেড়শ জনকে আসামি করে দুটি হত্যা মামলা হয়। এ মামলার অন্যতম আসামি মিরপুরে আটক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুলসহ ৩ জন।
ওসি জানান, শাহ আলী থানা আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করবে। এরপর আদালতের মাধ্যমে তাদের পাবনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।