
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০২:২৬ পিএম
ছাত্র-জনতার ওপর হামলা, নড়াইল আ.লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম

আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া আমলি আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন।
এ সময় আদালত চত্বরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা যায়।
নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এসএম আব্দুল হক বলেন, গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।