
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০১:২৮ পিএম
দিনাজপুরে সড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০১:৪৩ এএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহীর। এদের মধ্যে চিরিরবন্দরে রেফায়েত হোসেন বাঁধন (৩৫) এবং সদর উপজেলায় মিজানুর রহমান মিজান (২৮) নিহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলার সাতনালা এলাকার নিজ বাড়ি থেকে বুধবার সকালে মোটরসাইকেলে নীলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন দুই ভাই রেফায়েত হোসেন বাঁধন (৩৫) ও প্লাবন (৩২)। সকাল ৯টার দিকে তারা চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী এলাকার স্মিতা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীতগামী বালুবাহী বেপরোয়া একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে বড় ভাই বাঁধন ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ছোটভাই প্লাবন। হতাহতরা চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের নজরুল হকের ছেলে।
দশমাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, বালুবাহী ট্রাক্টরটিকে আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
অপর ঘটনায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার সাতমাইল নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে নিহত হন মিজানুর রহমান মিজান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী। নিহত মিজানুর রহমান মিজান দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরী বুড়িরবাজার গ্রামের মিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে মিজান মোটরসাইকেলযোগে খানসামা থেকে দিনাজপুর শহরের দিকে আসছিলো। সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার সাতমাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মিজান নিহত হন।
কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান এ বিষয়ে নিশ্চিত করেন।