
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪০ এএম
খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম

আরও পড়ুন
কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া এলাকার সোনাইছড়ি খালের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের অ্যাডমিন তওহীদুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু ইলিশিয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব (৭) ও রমজান আলীর ছেলে ইয়াছিন (৬)। তারা একে অপরের চাচাতো ভাই বলে জানা যায়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স জানান,পরিবারের সবার অগোচরে বিকালে দুই শিশু নদীর পানিতে খেলতে যায়। কিন্তু সময় গড়িয়ে গেলেও তারা ফিরে না আসায় অভিভাবকসহ স্থানীয়রা খুঁজতে বের হন। এরপর খালের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করেন তারা। নিহত দুই শিশু আপন চাচাতো জেঠাতো ভাই বলে পরিবার সূত্রে জেনেছেন।